ময়মনসিংহে চাঁদাবাজীর অভিযোগে আটক ৫
ময়মনসিংহে পরিবহনে চাঁদাবাজীর অভিযোগে পাঁচ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল রাতে শহরের দিঘারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই শামীম আল মামুন ফোর্সসহ দিঘারাকান্দা বাইপাস সড়কের মের্সাস শামীম এন্টার প্রাইজ পেট্রোল পাম্পের বিপরীত পাশ থেকে তাদের আটক করে।
ওসি জানান, জিঞ্জাসাবাদশেষে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
আটককৃতরা হলেন- রুবেল মিয়া (২৫), মো: আল আমীন (২৮), মামুন মিয়া (২৮), রুবেল (৩০) ও মোজাম্মেল হক (৩৩)।
তারা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
Comments