পুলিশের আরও ১৬১ সদস্য করোনামুক্ত

ছবি: সংগৃহীত

করোনাক্রান্ত আরও ১৬১ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। করোনামুক্ত হয়ে আজ বিকেলে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাসায় ফিরেছে।

আজ বুধবার বিকেলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা চিকিৎসার প্রটোকল অনুযায়ী তাদের রিপোর্ট পরপর দুবার নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের অনুমতি দেন।

সুস্থ হওয়া প্রত্যেক পুলিশ সদস্যকে হাসপাতাল কর্তৃপক্ষ মাস্ক প্রদান করেন এবং তাদেরকে ফুল দিয়ে বিদায় জানান।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফলে, করোনা ভাইরাস সংক্রমণে অসুস্থ হওয়া পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ইতোমধ্যে ১ হাজার ২৮৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

Comments