কক্সবাজারে এক দিনে ৪৬ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে মোট ২৮০ জনের নমুনা পরীক্ষায়  ৬৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ওই ৬৪ জনের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা রোগীর সংখ্যা ৪৬ জন। নমুনা পরীক্ষা করে দ্বিতীয় দফায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে  ১৮ জনের। ৪৬ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায়  সাত জন, চকরিয়া উপজেলায় পাঁচজন, উখিয়া উপজেলায় ২০ জন, মহেশখালি উপজেলায় দুই জন, রামু উপজেলায় তিন জন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় তিন জন, বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার দুই জন, রুমা উপজেলার এক জন ও রোয়াংছড়ি উপজেলার এক জন আছেন। 

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত  ৯৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও মারা গেছেন সাত জন।

গত ২ এপ্রিল থেকে কক্সবাজার জেলা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত  ল্যাবে মোট ৬ হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫২৯ জনের। এরমধ্যে কক্সবাজার জেলার ৪৫৩ জন, বান্দরবান জেলার ২০ জন,  চট্টগ্রাম জেলার  ২৭ জন ও ২৯জন রোহিঙ্গা সদস্য আছেন।

কক্সবাজার জেলার আয়তন ও জনসংখ্যায় সর্ববৃহৎ উপজেলা চকরিয়া করোনার হটস্পট হয়ে উঠেছে। এ উপজেলার বিপুল সংখ্যক লোক তৈরি পোশাক কারখানায় কাজ করে। তাদের অবাধ যাতায়াতের কারণে চকরিয়ায় সংক্রমণ তুলনামূলকভাবে বেড়ে গেছে বলে স্থানীয়দের অভিমত।

এ পর্যন্ত চকরিয়ায় করোনা শনাক্ত হয়েছে ১৪৫ জনের। জেলার অপর সাত উপজেলায় শনাক্ত হওয়া রোগীর মধ্যে কক্সবাজার সদর ১৩৫, পেকুয়া ৩৯, মহেশখালি ৩০, উখিয়া ৭৩ (রোহিঙ্গা বাদে), টেকনাফ (রোহিঙ্গা বাদে), রামু ১১ ও কুতুবদিয়া উপজেলায় তিন জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago