৫ মরদেহ উদ্ধার, ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত পাঁচ জনের মুত্যৃর খবর পাওয়া গেছে।
গুলশান থানার ওসি কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালটির নীচতলায় তাঁবু দিয়ে অস্থায়ীভাবে একটি ইউনিট খোলা হয়েছিল। সেখানেই আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালক (অপরেশন) লে. কর্ণেল জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। সেখান থেকে চার জন পুরুষ ও একজন নারীসহ মোট পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
হাসপাতালটির আইসিইউ ইউনিটে বিস্ফোরণ ঘটে ৯টা ৫৫ মিনিটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরপর মরদেহগুলো উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, ৯টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় রাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Comments