করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছাড়াল, আক্রান্ত প্রায় ১৭ লাখ

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন এক লাখেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ। আর সুস্থ হয়েছেন প্রায় ৪ লাখ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন মাস্ক পরে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন দুই নারী। ২৭ মে ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন এক লাখেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ। আর সুস্থ হয়েছেন প্রায় ৪ লাখ।

সব মিলিয়ে বিশ্বে মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ৫৭ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ২৩ লাখের বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৯৩ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজার ৬৫৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৩ লাখ ৫০ হাজার ৮৮ জন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৯ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৪২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৫০৮ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮২১ জন, মারা গেছেন ২৫ হাজার ৫৯৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬৪৭ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৪২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৬১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৬৬ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৬৮০ জন এবং মারা গেছেন ৩ হাজার ৯৬৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২০৮ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৫৯ জন, মারা গেছেন ২৭ হাজার ১১৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ১৩৯ জন, মারা গেছেন ৩৩ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১০১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৮ জন, মারা গেছেন ২৮ হাজার ৫৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৭০২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৫২৪ জন, মারা গেছেন ৮ হাজার ৪২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯১ জন, মারা গেছেন ৭ হাজার ৫৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ১৭৬ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ জন, মারা গেছেন ৪ হাজার ৪৩১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৯৩ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৩৩ জন, মারা গেছেন ৪ হাজার ৫৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৭৪৯ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১০৬ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৬৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ হাজার ২৯২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৫৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

Comments

The Daily Star  | English
Yunus meets Malaysian PM Anwar Ibrahim

Anwar Ibrahim to consider issue of Bangladeshi workers

Malaysian Prime Minister Anwar Ibrahim today promised to consider the issue of 18,000 Bangladeshi workers who missed a deadline to enter Malaysia saying that they need workers, but not "modern slaves"

1h ago