যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছাড়াল, আক্রান্ত প্রায় ১৭ লাখ
বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন এক লাখেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ। আর সুস্থ হয়েছেন প্রায় ৪ লাখ।
সব মিলিয়ে বিশ্বে মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ৫৭ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ২৩ লাখের বেশি মানুষ।
আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৯৩ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৫৫ হাজার ৬৫৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৩ লাখ ৫০ হাজার ৮৮ জন।
এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৯ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৪২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৫০৮ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮২১ জন, মারা গেছেন ২৫ হাজার ৫৯৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬৪৭ জন।
যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৪২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৬১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৬৬ জন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৬৮০ জন এবং মারা গেছেন ৩ হাজার ৯৬৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২০৮ জন।
এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৫৯ জন, মারা গেছেন ২৭ হাজার ১১৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ১৩৯ জন, মারা গেছেন ৩৩ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১০১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৮ জন, মারা গেছেন ২৮ হাজার ৫৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৭০২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৫২৪ জন, মারা গেছেন ৮ হাজার ৪২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২০ জন।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯১ জন, মারা গেছেন ৭ হাজার ৫৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ১৭৬ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ জন, মারা গেছেন ৪ হাজার ৪৩১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৯৩ জন।
প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৩৩ জন, মারা গেছেন ৪ হাজার ৫৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৭৪৯ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১০৬ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৬৭ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ হাজার ২৯২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৫৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।
Comments