ইউনাইটেড হাসপাতালে আগুন: তদন্ত কমিটি গঠন
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে গত রাতে আগুন লাগার কারণ তদন্ত করতে কমিটি গঠন করেছে দমকল বাহিনী কর্তৃপক্ষ।
সংস্থাটির সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে জানান, বাহিনীর উপ-পরিচালক দেবাশীষ মন্ডলের নেতৃত্বে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউ ইউনিটে বিস্ফোরণ ঘটে। এরপর সেখান আগুন ধরে যায়।
আগুনে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে ডেইলি স্টারকে গতরাতে জানিয়েছিলেন, বাহিনীর পরিচালক (অপরেশন) লে. কর্নেল জিল্লুর রহমান।
আরও পড়ুন:
Comments