ঠাকুরগাঁওয়ে আরও ৪ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ে দুই নারীসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিন জন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং অপরজন পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে বাড়িতে ফিরেছেন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।

ঠাকুরগাঁওয়ে দুই নারীসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিন জন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং অপরজন পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে বাড়িতে ফিরেছেন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ১৮ মে ৪০ বছর বয়সী এক পোশাকশ্রমিক যুবক এবং ১৫ মে স্বামীর সঙ্গে ঢাকার মিরপুরে বসবাসকারী ৩৯ বছর বয়সী এক গৃহবধূ সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে নিজ নিজ বাড়িতে ফেরেন। একই দিনে (১৫ মে) স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে বসবাসকারী ৩৫ বছর বয়সী অপর এক গৃহবধূ হরিপুর উপজেলার জীবনপুরে তাদের বাড়িতে ফেরেন।

অন্যদিকে, ৪০ বছর বয়সী এক পাথরশ্রমিক পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে গত মার্চের শেষ সপ্তাহে পীরগঞ্জ উপজেলার ভাদুয়া গ্রামে নিজ বাড়িতে ফেরেন।

গত ২২ মে তাদের সবার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে পাঠানো রিপোর্টে চার জনের করোনা পজিটিভ আসে। তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, জেলা থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ২৪৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৬৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জনকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago