বাংলাদেশে আটকে পড়া শতাধিক ভারতীয় ফিরে গেলেন

দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বাংলাদেশে আটকে থাকা শতাধিক ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ ফিরেছেন।
Indians return home
বাংলাদেশে দুই মাসেরও বেশি সময় আটকে থাকা শতাধিক ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ ফিরেছেন। ২৭ মে ২০২০। ছবি: মাসুক হৃদয়

দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বাংলাদেশে আটকে থাকা শতাধিক ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ ফিরেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মোট ১০৬ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস সেসময় আখাউড়া চেকপোস্টে উপস্থিত ছিলেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাংলাদেশে যেসব ভারতীয় নাগরিক আটকে ছিলেন তাদের নিবন্ধন পক্রিয়া সম্পন্নের মাধ্যমে নিজ দেশে নেওয়া হচ্ছে।’

একই প্রক্রিয়ায় আজ ত্রিপুরা, আসাম ও মেঘালয় সীমান্ত দিয়ে ২৩০ জন নাগরিক ভারতে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

সেসময় উপস্থিত থাকা ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম গণমাধ্যমকে জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাওয়ার জন্য ১২৯ জনের একটি তালিকা তাদের হাতে এসেছে। সেই তালিকা অনুযায়ী ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতীয়দেরকে তাদের নিজ দেশে পাঠানো হচ্ছে।

আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে সরেজমিন গিয়ে জানা যায়, সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে ভারতীয় নাগরিকরা আখাউড়া চেকপোস্টে আসেন।

সামাজিক দূরত্ব রক্ষায় পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট সড়কে গোল চিহ্ন এঁকে দেওয়া হয়।

চেকপোস্টে থাকা বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিসার ডেইলি স্টারকে বলেন, ‘আখাউড়ার একটি আশ্রমে আটকে পড়া তিন ভারতীয় নাগরিকের বিষয়ে হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। তাদের বিষয়ে শিগগিরই হাইকমিশন ব্যবস্থা নেবে জানিয়েছে।’

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

50m ago