করোনা উপসর্গ নিয়ে শরীয়তপুর আইসোলেশন ওয়ার্ডে ১ জনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ঢাকাফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তার বয়স ৫৫ বছর। তিনি নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার সকালে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে।
দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমদ খান।
তিনি বলেন, ‘গত ২৪ মে সেই ব্যক্তি জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা গতকাল করোনা পরীক্ষার জন্য সেই ব্যক্তির নমুনা সংগ্রহ করি। আজ তা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সেই ব্যক্তি গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর থেকে নড়িয়ায় তার গ্রামের বাড়িতে আসেন। এর চারদিন পর তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে যান।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে মৃতের দাফন করা হয়েছে।’
Comments