লক্ষ্মীপুরে পুলিশ, স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ আরও ৪০ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪০ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৮৯। লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফফার বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, সর্বশেষ শনাক্ত ৪০ জনের মধ্যে পুলিশ, স্বাস্থ্যকর্মী ও স্কুলের শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে সাত জন রামগঞ্জের, রায়পুরের তিন জন, সদরে ২০ জন, রামগতিতে তিন জন ও কমলনগরে সাত জন রয়েছে।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার জানান, গত ২৪ ঘণ্টায় তার উপজেলায় সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক জন স্বাস্থ্যকর্মী ও বাকিরা ঢাকা ফেরত। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে তার উপজেলায় আক্রান্ত হলেন ৩৬ জন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন জানান, তার উপজেলায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৭৯।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, তার উপজেলায় একই পরিবারের দুই জনসহ মোট তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮ জন।
রামগতির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম জনান, তার উপজেলায় তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন স্কুল শিক্ষক রয়েছেন। উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৭ জন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, গত ২৪ ঘণ্টায় দুই জন পুলিশ সদস্য ও একই পরিবারের পাঁচ জনসহ মোট সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১৯।
গত ১২ এপ্রিল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৩ এপ্রিল থেকে জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
Comments