লাউতারো বিক্রির জন্য নয়: ইন্টার মিলান
লুইস সুয়ারেজের যোগ্য উত্তরসূরি হিসেবে ইন্টার মিলানের আর্জেন্টাইন তরুণ লাউতারো মার্তিনেজকেই মনে ধরেছে বার্সেলোনার। অনেক দিন থেকেই তাকে কেনার চেষ্টা করে যাচ্ছে দলটি। কিন্তু এ তারকাকে বিক্রি করবে না বলেই জানিয়েছেন ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরে অসিলিও। রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করলেই কেবল তাকে পেতে পারে কাতালানরা।
লাউতারোর রিলিজ ক্লজ ১১১ মিলিয়ন ইউরো, যার মেয়াদ শেষ হবে আগামী ১৫ জুলাই। তবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার এ মৌসুমে এ অর্থ দেওয়ার সামর্থ্য বার্সেলোনার নেই। এমনিতেই দেনায় পরে আছে ক্লাবটি। তাই খেলোয়াড় অদল বদলের কয়েক দফা প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু তাদের কোনো প্রস্তাবই আমলে নেয়নি ইন্টার।
সম্প্রতি স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অসিলিও বলেছেন, 'সে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং ভুলে গেলে চলবে না তার এখনও তিন বছরের চুক্তি রয়েছে। ইন্টার তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিক্রি করবে না। আমাদের ইচ্ছা তাকে ধরে রাখা এবং অর্থনৈতিক মন্দার এ সময়েও লাউতারোর ব্যাপারে এটা বহাল থাকবে।'
তবে লাউতারোর সঙ্গে ইন্টারের চুক্তিটা বেশ জটিল। এ জটিলতার কারণেও তাকে হারাতে পারেন বলে মনে করেন অসিলিও, 'মার্তিনেজের ব্যাপারে যতটুকু জানি, তার ইন্টার ছাড়ার একটাই উপায় আছে তা হলো পুরো রিলিজ ক্লজের অর্থ পরিশোধ। এ ক্লজের কথা সবাই জানে। গোপনীয় কিছু চাওয়া হয়নি। পরিষ্কারভাবে এতে ডেডলাইন ও প্রতিজ্ঞার কথা উল্লেখ রয়েছে। ক্লজটি জুলাইয়ে শেষ হবে, মানে খুব বেশি দিন নয়। লাউতারোকে ইন্টার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য এটাও একটা সম্ভাবনা।'
তবে আগামী মৌসুমেই লাউতারোকে পেতে হলে রিলিজ ক্লজের পূর্ণ অর্থ প্রদান করতে হবে তা ভালোভাবেই বার্সেলোনাকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান অসিলিও, 'অনেক ক্লাবই লাউতারোকে পেতে চাইছে। তাদের মধ্যে অন্যতম, যাদের সঙ্গে আমাদের সম্পর্কও ভালো, সেটা বার্সেলোনা। এখানে গোপনের কিছু নেই। এবং বার্সেলোনা খুব ভালো করেই জানে আমাদের লাউতারোকে বিক্রির কোনো ইচ্ছা নেই। তবে আবারও বলছি সেখানে একটা ক্লজ রয়েছে।'
Comments