দৈনিক আমার হবিগঞ্জ এর সম্পাদকের জামিন নামঞ্জুর
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দৈনিক আমার হবিগঞ্জের প্রকাশক ও সম্পাদক সুশান্ত দাশ গুপ্তের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টায় হবিগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের ভার্চুয়াল আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ সময় সুশান্তের পক্ষে শুনানি করেন হবিগঞ্জ বারের সিনিয়র আইনজীবী মোহিত আহমেদ চৌধুরী। জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে বলে তিনি জানান।
এর আগে, সুশান্ত দাশ গুপ্তের সম্পাদনায় দৈনিক আমার হবিগঞ্জের প্রিন্ট ও ওয়েবসাইটে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায়, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।
ওই মামলায় ২১ মে হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় পত্রিকাটির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন
Comments