চট্টগ্রামে সামাজিক দূরত্ব না মানায় গার্মেন্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: স্টার

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিক পরিবহনের দায়ে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) তৈরি পোশাক কারখানা থিয়ানিস গার্মেন্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বিকালে বন্দর এলাকায় এ জরিমানা করা হয়েছে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সামাজিক দূরত্ব না মেনে দুটি বাসের আসন সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ যাত্রী পরিবহন করছিল একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ। বাস দুটির ভিতরে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। দরজা পর্যন্ত কয়েকজন শ্রমিক ঝুলে যাচ্ছিল। বাস দুটিকে জব্দ করে সরাসরি কারখানায় নিয়ে যায় এবং কারখানা কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

এছাড়াও নগরীর সদরঘাট, ডবলমুরিং ইপিজেড, খুলশী, চকবাজার ও হালিশহর এলাকায় জেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় আরও নয়টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

47m ago