রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর তিনটা ২০ মিনিটে রাজধানীর রমনা থানাধীন মিন্টু রোড এলাকায় এ দুঘর্টনা ঘটে।
এ ঘটনায় নিহত সামীর (১৯) কেরানীগঞ্জের কদমতলীর বাসিন্দা ও ১৭ বছর বয়সী অপর তরুণের পরিচয় এখনও পাওয়া যায়নি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই মোটরসাইকেলে তিন জন আরোহী ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তাদের মৃতদেহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মোটরসাইকেল দুটিও জব্দ করা হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।
Comments