মোরেলগঞ্জে ২৭০ বস্তা সরকারি চালসহ ট্রলারডুবি
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৭০ বস্তা চালসহ একটি ট্রলার ডুবে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে মোরেলগঞ্জ খাদ্যগুদাম থেকে চাল নিয়ে লক্ষ্মীখালী বাজারে যাওয়ার পথে জিউধরা ইউনিয়নের ঠাকুরানতলা গ্রাম সংলগ্ন খালে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২৭০ বস্তা (৮১০০ কেজি) চাল ছিল।
ইউপি সদস্য ও ডিলার মোশারফ হোসেন বলেন, মোরেলগঞ্জ খাদ্যগুদাম থেকে দুটি ট্রলারে ৫৭০ বস্তা চাল নিয়ে লক্ষ্মীখালী বাজারে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটি ট্রলার পানিতে ডুবে যায়।
জিউধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে চাল উদ্ধার শুরু হয়েছে।
Comments