ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে ২৩ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. রাকিবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর চেংঠিহারা গ্রামের ওই বাসিন্দা গতকাল দিবাগত রাত দুইটার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। আজ দুপুরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে ভর্তির সময়ে তার শ্বাসকষ্টসহ রক্তচাপ কম ছিল।’
তিনি আরও জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
স্থানীয় ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব মুঠোফোনে জানান, মৃত তরুণ ঠাকুরগাঁওয়ে পড়াশোনা করতেন। কিছুদিন আগে তিনি বাড়িতে আসেন। তিনি ডায়বেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন বলে পরিবারের সদস্যদের জানান।
Comments