চীনের পার্লামেন্টে বিতর্কিত হংকং 'জাতীয় নিরাপত্তা বিল' পাস
চীনের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বিতর্কিত হংকং ‘জাতীয় নিরাপত্তা বিল’। বৃহস্পতিবার, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এর ২৮৭৮ প্রতিনিধি বিলটির পক্ষে ভোট দিয়েছেন। বিলটির বিপক্ষে ভোট পড়েছে একটি। ৬ জন প্রতিনিধি বিলটিতে ভোট দেননি।
বিবিসি জানায়, এর মাধ্যমে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার আধা স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ের চলমান বিক্ষোভ দমনের জন্য সরাসরি জাতীয় নিরাপত্তা আইন জারির চূড়ান্ত ধাপে পৌঁছাল।
ওই আইনে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়েছে। এর অধীনে হংকংয়ের আইন প্রণেতা ছাড়াই সেসব অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ।
এদিকে, চীনের পার্লামেন্টে বিলটি পাস হওয়ার পরপরই হংকংয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
করোনা পরিস্থিতির মধ্যেও বিশেষ করে তরুণ গণতন্ত্রপন্থীরা বিগত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছেন।
গতকাল, বুধবার স্বায়ত্বশাসিত অঞ্চলটির রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। তাদের ওপর রাবার বুলেট ছুড়েছে পুলিশ। প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই হংকংয়ে সরাসরি নিরাপত্তা আইন জারির বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। বুধবার, আইনটির পরিকল্পনা অনুমোদনের ঠিক একদিন আগে হংকংকে দেওয়া বিশেষ মর্যাদা ও অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
সেসময় মার্কিন কংগ্রেসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘চীন হংকংয়ের স্বাধীনতা ও স্বায়ত্বশাসন খর্বের চেষ্টা চালিয়ে যাওয়ায় অঞ্চলটি আর যুক্তরাষ্ট্রের বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতে পারে না।’
উল্লেখ্য, ১৯৯৭ সালে ব্রিটিশদের কাছে থেকে চীনের অধীনে যাওয়ার পর এ সুবিধা পাচ্ছিল হংকং।
Comments