নোয়াখালীতে ওসিসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত

নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামসহ জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭৯ জনে দাঁড়াল।

আজ শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে জেলার সদরে নয়, সুবর্ণচরে দুই, চাটখিলে এক, সেনবাগে আট, কোম্পানীগঞ্জে এক ও কবিরহাট উপজেলায় দুই জন আছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৯ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৩০ জন।’

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ বলেন, ‘চাটখিল থানার ওসির করোনা পজিটিভ এসেছে। থানার অন্য পুলিশ সদস্যদের নেগেটিভ এসেছে।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘ আমি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি। আমার শারীরিক অবস্থা ভালো আছে। করোনা সংক্রমণ রোধে জনগণের মধ্যে সর্তকতা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমি আক্রান্ত হয়েছি বলে মনে হচ্ছে।’

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু জানান, উপজেলায় নতুন করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঘোষবাগে এক জন ও রামেশ্বপুরে এক জন আছেন। উপজেলায় মোট আক্রান্ত ৬২জন।

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা: জেলায় মোট আক্রান্ত ৪৭৯ জন। বেগমগঞ্জে ২২৬, কবিরহাটে ৬২, সদরে ৮০, চাটখিলে ৩১, সোনাইমুড়ীতে ২৮, সুবর্ণচরে ১৭, সেনবাগে ২১, কোম্পানীগঞ্জে আট ও হাতিয়ায় ছয় জন আছেন।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

40m ago