৩১ মে থেকে নৌযান চলবে
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলবে।
আজ শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে লঞ্চ মালিকদের সভায় এ কথা জানানো হয়।
সভায় সব পক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি ও নৌবিধি মেনে ৩১ মে থেকে নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সব নদীবন্দরে যাত্রীদের জন্য জীবাণুমুক্ত টানেল বসানো হবে। মালিকরা লঞ্চে যাত্রী পরিবহনের পূর্বে থার্মোমিটারের মাধ্যমে যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও হ্যান্ড স্যানিটাইজ করে যাত্রী পরিবহন করবেন।
লঞ্চ মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে করোনা প্রাদুর্ভাবে যাত্রী স্বল্পতার বিষয়টি বিবেচনায় এনে আগামী দশ দিন পরিবহন ব্যবস্থা পর্যবেক্ষণ করে ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত আগের রেটেই ভাড়া আদায় হবে।
সভায় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, লঞ্চ মালিক সমিতির চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদসহ নৌপুলিশ, কোস্টগার্ড ও ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
Comments