ফরিদপুরে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত

ফরিদপুরে করোনায় আক্রান্ত আরও ২৫ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ২৫৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান।
corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরে করোনায় আক্রান্ত আরও ২৫ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ২৫৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নতুন শনাক্তদের মধ্যে ১০ জনের বাড়ি ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায়, চরভদ্রসনের চার জন, বোয়ালমারী ও নগরকান্দার ছয় জন, মধুখালী ও সদরপুরের চার জন ও একজনের বাড়ি সালথা উপজেলায়। ২৫ জনের মধ্যে চার জন নারী ও ২১ জন পুরুষ।’

জেলা সিভিল সার্জন অফিস জানায়, ‘ফরিদপুরে মোট শনাক্ত ২৫৫ জনের মধ্যে ৬৭ জনের বাড়ি সদর উপজেলায়, বোয়ালমারীর ৪৭ জন, ভাঙ্গায় ৪৭ জন, আলফাডাঙ্গায় ২৪ জন, নগরকান্দার ২৬ জন, চরভদ্রাসনের ২৪ জন, সদরপুরের আট জন, মধুখালীর আট জন ও চার জনের বাড়ি সালথা উপজেলায়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘শনাক্ত রোগী ও তাদের স্বজন যেন অন্যদের সংস্পর্শে আসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত কোনো ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে করোনা ডেডিকেটেড হাসপাতালে নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

4h ago