ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজশাহীতে রাষ্ট্রচিন্তার মানববন্ধন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে দায়ের করা মামলায় দিদারসহ গ্রেপ্তার সবার মুক্তি চেয়ে মানববন্ধন করেছে রাষ্ট্রচিন্তা নামক সংগঠনের রাজশাহী ইউনিট।
আজ শনিবার সকাল ১১টা থেকে ১১টা ১০ পর্যন্ত মহানগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহীর স্থানীয় পত্রিকা দৈনিক সোনালী সংবাদের কার্যকরী সম্পাদক মাহমুদ জামান কাদেরী, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক ডক্টর আমিরুল ইসলামসহ চার জন উপস্থিত ছিলেন।
মাহমুদ জামান কাদেরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মানববন্ধনটি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। এর মাধ্যমে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দিদার, মোস্তাক, কাজল ও কিশোরসহ সবার মুক্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের অনুমোদন দেওয়ার দাবিও জানাচ্ছি।’।
Comments