কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি সুলতান খাঁর (৫২) মৃত্যু হয়েছে।
Kashimpur-central-jail
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। স্টার ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি সুলতান খাঁর (৫২) মৃত্যু হয়েছে।

সুলতান ফরিদপুরের নগরকান্দা উপজেলার রাহুতপাড়া এলাকার জয়নাল খাঁর ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাহারুল ইসলাম জানান, ফরিদপুরের নগরকান্দা থানার একটি হত্যা মামলায় সুলতান খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন আদালত। গত ২০০৪ সাল থেকে তিনি এ কারাগারে ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সুলতান খাঁ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুলতান খাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক খায়রুল কবির জানান, হাসপাতালে আনার আগেই সুলতান খাঁর মৃত্যু হয়েছে।

Comments