সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, বাঁধে ধস
উজানের ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি। আজ শনিবার সকালে সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা এলাকায় যমুনার প্রায় ২১ মিটার বাঁধ ধসে পড়ে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভাঙন এড়াতে ২০০০-০১ অর্থবছরে যমুনার গতিপথ পরিবর্তন করার জন্য শিমলা এলাকায় বাঁধটি নির্মাণ করা হয়েছিল। এরপর বেশ কয়েকবার সংস্কারও করা হয়েছে। যমুনার পানি বেড়ে যাওয়ায় আজ বাঁধের প্রায় ২১ মিটার ধসে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধস ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘গত আট দিনে যমুনা নদীতে আশঙ্কাজনক হারে পানি বেড়েছে। সকালে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় ১২ দশমিক ২৫ মিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। যা বিপৎসীমার মাত্র এক দশমিক এক শূন্য মিটার নিচে আছে।’
বাঁধ ধসে পড়ায় পাঁচটি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শাহজাদপুর উপজেলার সোনাতনী, জালালপুরের কৈজুরী, সদর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, কাজীপুরের খাসরাজবাড়ী, মাইজবাড়ী, তেকানী, নাটুয়ারপাড়া, চর গিরিশ ও নিশ্চিন্তপুর এবং চৌহালীর স্থল, ঘোড়জান, সদিয়া চাঁদপুর ইউনিয়নের নিম্নভূমি প্লাবিত হয়েছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল হক বলেন, ‘চরাঞ্চলের ৯০ একর জমির পাট, ৫০ একর জমির তিল সম্পূর্ণ তলিয়ে গেছে। এ ছাড়া, টানা বৃষ্টির কারণে ৫৮০ একর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেক জমির পাকা ধান তলিয়ে গেছে।’
Comments