সরকারি সহায়তার তালিকায় কাউন্সিলরের স্বামী-মেয়েসহ ৬ আত্মীয়র নাম
করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আড়াই হাজার টাকার নগদ সহায়তা কার্যক্রমে এবার হবিগঞ্জের নবীগঞ্জেও উঠেছে অনিয়মের অভিযোগ। তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে স্থানীয় নারী কাউন্সিলরের স্বামী, মেয়ে, ভাই-ভাবীসহ ছয় আত্মীয়ের নাম।
নবীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ ওয়ার্ডের কাউন্সিলর রোকেয়া বেগমের বিরুদ্ধে এই অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। রমিজ উল্লাহ নামে স্থানীয় এক হতদরিদ্র ব্যক্তি এই অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, কাউন্সিলর রোকেয়া তার নিজ পরিবারের ছয় জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে সরকারের এই অর্থ সুবিধা নিচ্ছেন। তালিকায় রয়েছে ওই নারী জনপ্রতিনিধির স্বামী রাজু আহমেদ, মেয়ে রুবি বেগম, আপন ভাতিজি মেহের জাহান আক্তার, ভাবী জামিনা বেগম, ভাই রুবেল মিয়া ও ভাবী হালেমা বেগমের নাম। তারা সবাই একই পরিবারের সদস্য।
এলাকার কর্মহীন অসহায় গরিব পরিবার থাকার পরেও নারী কাউন্সিলরের পরিবারের ছয় সদস্যের নাম তালিকায় আসায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে কাউন্সিলর রোকেয়া বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাকে ১২ জনের তালিকা দিতে বলা হয়। আমি ভেবেছি তালিকাভুক্তরা সরকারি চাল পাবেন। সে জন্য দরিদ্র বিধায় আমার ছয় আত্মীয়ের নাম দিয়েছি।’
‘তার মেয়ের নাম’ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মেয়ের জামাই প্রবাসে নিখোঁজ রয়েছেন।’
‘তালিকায় তার স্বামীর নাম’ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আর্থিক অবস্থাও খারাপ। আমিও লকডাউনে আছি। তবে, আমার স্বামীর নাম দেওয়াটা ভুল হয়েছে।’
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Comments