করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৩ লাখ ৬৯ হাজার, যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬০ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ২৫ লাখের বেশি মানুষ।
ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬০ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ২৫ লাখের বেশি মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৬০ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজার ১৫৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৫ লাখ ৬৪ হাজার ৭৯০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭০ হাজার ৩৮৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৩ হাজার ৭৮১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৪৬১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জন, মারা গেছেন ২৮ হাজার ৮৩৪ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯২ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৫৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ২১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৭ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ৪ হাজার ৫৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ২২৮ জন, মারা গেছেন ২৭ হাজার ১২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৬৪ জন, মারা গেছেন ৩৩ হাজার ৩৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৩৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫২ জন, মারা গেছেন ২৮ হাজার ৭৭৪ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৩৮৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৮৯ জন, মারা গেছেন ৮ হাজার ৫৩০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯০৮ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৫০ জন, মারা গেছেন ৭ হাজার ৭৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১০৩ জন, মারা গেছেন ৪ হাজার ৫১৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৪ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৮২৭ জন, মারা গেছেন ৫ হাজার ১৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৯৩৬ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১২৮ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৮৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ হাজার ৬০৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৬১০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

6h ago