স্বাস্থ্যবিধি: রংপুরে গণবিজ্ঞপ্তি, করোনা রোগীর সংখ্যা ৪১১
দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ মে রোববার থেকে সুনির্দিষ্ট শর্ত স্বাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী ও জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ-সীমিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রংপুর জেলায় আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
জেলা প্রশাসনের আরোপিত বিধি-নিষেধের মধ্যে রয়েছে:
রংপুর জেলা থেকে অন্য জেলায় ও রংপুরের উপজেলাগুলোর মধ্যে আন্তঃউপজেলা যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
এ জেলার সব প্রবেশদ্বার ও বর্হিগমন স্থানে চেকপোস্টের ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ নিয়ন্ত্রণ সতর্কতার সঙ্গে ও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে চলাচলে নিষেধাজ্ঞা চলাকালে সাধারণ মানুষকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রংপুর জেলার হাটবাজার, দোকানপাটে ক্রয়-বিক্রয়ের সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
হাটবাজার, দোকানপাট, শপিংমল বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।
নিষেধাজ্ঞকালে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।
রংপুরের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। তবে কর্মকর্তা-কর্মচারিদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরতে সর্বাবস্থায় মাস্ক পরিধাণসহ স্বাস্থ্য বিভাগের জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
নিষেধাজ্ঞা চলাকালে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যাক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে।
রংপুর জেলায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে।
জরুরি পরিসেবাগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হবে।
এদিকে প্রতিদিনিই বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
রংপরে এখন পর্যন্ত ৪১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
Comments