ট্রেনে স্বাস্থ্যবিধির ব্যত্যয় হয়নি: রেলমন্ত্রী
সাধারণ ছুটির পর আজ চালু হওয়া আন্তঃনগর ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিয়ে সন্তোষ প্রকাশ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যাত্রী বা অন্য কোনো দিক থেকেও অভিযোগ উঠেনি।
দীর্ঘ দুই মাসের বেশি সময় পর আজ আটটি আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সে উপলক্ষে আজ বিকেল তিনটায় রেলমন্ত্রী ঢাকা স্টেশনে পরিস্থিতি পর্যবেক্ষণে যান।
স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রত্যেক যাত্রীর মধ্যে দূরত্ব নিশ্চিত করতে কেবল ৫০ শতাংশ আসনে যাত্রী পরিবহন করা হয়েছে। প্রথম দিনের যাত্রায় কোনো টিকিট অবিক্রীত ছিল না। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য যাত্রীদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আজ রোববার থেকে পূর্বাঞ্চলের চারটি ও পশ্চিমাঞ্চলের চারটি মিলিয়ে মোট আটটি ট্রেন চলাচল শুরু করেছে। ট্রেনগুলোর টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হচ্ছে। ট্রেনগুলো হলো: ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, ঢাকা-সিলেটের মধ্যে চলাচলকারী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রাম ও সিলেটের মধ্যে চলাচলকারী পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস। ঢাকা-পঞ্চগড়ের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে বনলতা এক্সপ্রেস, ঢাকা-লালমনিরহাটের মধ্যে লালমনি এক্সপ্রেস এবং ঢাকা-খুলনার চিত্রা এক্সপ্রেস।
এছাড়া, ৩ জুন থেকে বেনাপোল এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল শুরু করবে।
Comments