টঙ্গীতে করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু, উপসর্গ নিয়ে মারা গেলেন আরেক শিক্ষক

করোনা আক্রান্ত হয়ে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের এক সহকারী অধ্যাপক (৫৮) মারা গেছেন। আর উপসর্গ নিয়ে সিরাজ উদ্দিন সরকারি বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক (৬০) এর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ও রাতে তারা মারা যান বলে জানিয়েছেন অপরজনের মৃত্যু স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, শনিবার সন্ধ্যায় কলেজের এক সহকারী অধ্যাপক মারা গেছেন। টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালে তার নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ পজিটিভ আসে।
টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক (প্রশাসন) নূরুল ইসলাম নূরু বলেন, শনিবার বিকেল ৪টার টঙ্গী ওই শিক্ষককে করোনা টেস্টের জন্য গুরুতর অসুস্থ অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে আনা হয়। পরে তাকে প্রাথমিক সেবা দিয়ে করোনা টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়ে। শিক্ষককে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছিল। পরে তিনি সন্ধ্যায় টঙ্গী বাজার সংলগ্ন ভরানের নিজ বাসায় মারা গেছেন।
এদিকে, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান বলেন, প্রায় সপ্তাহ খানেক ধরে জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন আমাদের এক সহকর্মী। শনিবার রাত ১১ টার দিকে তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে অসুস্থতা অনুভব করেন, পরে রাত একটার দিকে নিজ বাসায় মারা যান।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপকের মরদেহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনে শনিবার রাতে টঙ্গীর মরকুন কবরস্থানে দাফন করা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে।
Comments