করোনামুক্ত হলেন আরও ১৫৩ পুলিশ সদস্য
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৫৩ জন পুলিশ সদস্য। আজ বিকালে তারা ছাড়পত্র নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
রোববার বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
করোনা পজেটিভ এই ১৫৩ জনের নমুনা পরপর দুইবার নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া সকল পুলিশ সদস্যকে মাস্ক প্রদান করেন এবং তাদেরকে ফুল দিয়ে বিদায় জানান।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে ইতোমধ্যে করোনাক্রান্ত ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকেই আবারও কাজে ফিরেছেন।
Comments