বরিশালে করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। তাদের করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাস কষ্ট ছিল। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
আজ রোববার বিকেলে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বিকেল ৪ টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ও বিকাল সাড়ে ৩ টায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৬৫ বছর বয়সী অপর এক বৃদ্ধ মারা যান। এর মধ্যে ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ ভর্তি হন সকাল নয়টা ৪৮ মিনিটে এবং ৬৫ বছর বয়সী বৃদ্ধ ভর্তি হন দুপুর তিনটা ৩৫ মিনিটে।
এ ছাড়াও, বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর ১৩ নং ওয়ার্ডের কাজিপাড়া এলাকার ৬৫ বছর বয়সী বৃদ্ধ মারা যান। তিনি সকাল সাড়ে ৯ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ২ ঘণ্টা পরই মারা যান। এইকভাবে করোনা উপসর্গ নিয়ে ভর্তির এক ঘণ্টা পর মারা যান উজিপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক জন। তিনি শনিবার রাত ১১ টা ২০ মিনিটে ভর্তি হন এবং মারা যান রাত ১২ টা ৪৫ মিনিটে।
এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩৩ জন। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৯ জন। এরমধ্যে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
Comments