ফরিদপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৮৮ জন।

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৮৮ জন।

আজ রোববার সন্ধ্যায় ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুরে নতুন করে যে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গায় আট জন, ফরিদপুর সদরে সাত, নগরকান্দায় তিন, চরভদ্রাসনে দুই এবং সদরপুর, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় এক জন করে। আক্রান্তের মধ্যে ছয় জন নারী ও ১৭ জন পুরুষ।

যে চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে তিনি একজন নারী। তার বয়স ২৮। তিনি ফরিদপুরের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। যে স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছে তিনিও একজন নারী। তার বয়স ৫০ বছর।

ফরিদপুরে গতকাল রবিবার পর্যন্ত মোট শনাক্ত ২৮৮  জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৭৪ জন, ভাঙ্গা উপজেলায় ৬১,  বোয়ালমারী উপজেলায় ৪৮, নগরকান্দা উপজেলায় ৩০, চরভদ্রাস উপজেলায় ২৭, আলফাডাঙ্গা উপজেলায় ২৫, সদরপুর উপজেলায় ১০, মধুখালী উপজেলায় ৯ এবং সালথা উপজেলায় ৪ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘ফরিদপুর সদর, ভাঙ্গা, নগরকান্দা, চরভদ্রাসন, সদরপুর, মধুখালী ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে যে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।’

Comments