চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সদস্য আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, মো. মামুন উদ্দিন (২৯) নামের ওই পুলিশ সদস্য সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে দায়িত্বরত ছিলেন।
সিএমপি সদর দপ্তরের উপকমিশনার আমীর জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মামুন উদ্দিন জ্বরসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৯ মে থেকে তিনি সিএমপির দামপাড়া পুলিশ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন ছিলেন।’
‘কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’, বলেন তিনি।
করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ফেনীর পরশুরামে তাকে দাফন করা হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সিএমপির দুজন পুলিশ সদস্য মারা গেছেন। আক্রান্ত হয়েছেন মোট ১৬৫ জন এবং চিকিৎসায় সুস্থ হয়েছেন ৫০ জন।
Comments