৫১২৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ ১৮৭৬
সারা দেশে আজ সোমবার পর্যন্ত ৫ হাজার ১২৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭৬ জন।
পুলিশ সদরদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, মোট আক্রান্তের মধ্যে ১ হাজার ৬৫৮ জন ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।
এছাড়াও, সারা দেশে পুলিশ সদস্যদের মধ্যে ৫ হাজার ১৬২ জন কোয়ারেন্টিনে আছেন এবং আইসোলেশনে আছেন ১ হাজার ২০৬ জন।
সূত্র মতে, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে মারা গেছেন ১৫ জন।
এদিকে, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্যে রাজধানীর ইমপালস হাসপাতাল প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসার জন্য ২৫০ শয্যার এই হাসপাতালটি ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানানো হয়।
Comments