করোনায় অধ্যাপক শাকিলের মৃত্যুতে ঢাবি শিক্ষক সমিতির শোক
করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক ড. মো. নিজামুল হক ভূঁইয়ার সই করা শোক বার্তায় আজ সোমবার বলা হয়, ‘আমরা অধ্যাপত শাকিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
বার্তায় একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
এতে আরও বলা হয়, ‘অত্যন্ত বেদনার বিষয় যে, কোভিড-১৯ সংক্রমণের পর প্রতিদিনই অনেক মূল্যবান প্রাণ অকালে ঝরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের গর্ব প্রথিতযশা শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরীসহ জাতীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’
‘অত্যন্ত উদ্বেগের বিষয় হলো যে, কোভিড-১৯ সংক্রমণ জ্যামিতিকহারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এই পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা এবং আক্রান্তদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
আরও পড়ুন:
Comments