ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তানাজ ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকেরা।
আজ সোমবার গাজীপুরা এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ করে শ্রমিকেরা।
এসময় ঢাকার আব্দুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত কমপক্ষে ১৫ কিলোমিটার সড়কে যানবাহন আটকা পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ, বিক্ষোভকারী শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর এলাকার তানাজ ফ্যাশন লিমিটেডের কমপক্ষে এক হাজার শ্রমিক সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে বিভিন্ন যানবাহনের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে। অনেক যাত্রী পরিবার পরিজন ও মালামাল নিয়ে পায়ে হেঁটে রওনা হন।
পুলিশ জানায়, কারখানাটির বিভিন্ন বিভাগে শ্রমিক রয়েছে প্রায় তিন হাজার। সম্প্রতি কারখানাটির কোনো ওয়ার্ক অর্ডারও নেই। কিন্তু শ্রমিকেরা চাকুরি চান। ফলে সকাল থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে তারা। কারখানা কর্তৃপক্ষ ঈদের ছুটির পরই শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিষয় উল্লেখ করে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেয়। শ্রমিকেরা সোমবার সকালে কারখানায় কাজ করতে এসে ওই নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়ে। শ্রমিকদের বেতনসহ যাবতীয় পাওনা ৪ জুনের মধ্যে বুঝিয়ে দেয়া হয়েছে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়।
বিক্ষোভকারীরা বলেন, তারা কাজ করতে চান। বর্তমান করোনা পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে তারা বেকায়দায় রয়েছেন। এসময়ে চাকরি চলে গেলে পরিবার পরিজন নিয়ে তাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। মানুষের দুর্ভোগের কথা জেনেও নিজেদের দাবি আদায়ে বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন বলে দাবি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক দক্ষিণের সহকারী কমিশনার পীযুষ কুমার দে জানান, অবরোধ চলাকালে পুলিশ একাধিকবার শ্রমিকদের মহাসড়ক
ছেড়ে যেতে অনুরোধ জানায়। দুপুর একটার দিকে শ্রমিকদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য বলা হলে তারা মহাসড়ক ছেড়ে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে কারখানা কর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Comments