করোনাভাইরাস: রেড, গ্রিন ও ইয়োলো জোনে ভাগ হবে দেশ

করোনো আক্রান্তের মাত্রার ওপর ভিত্তি করে দেশকে তিন জোনে (রেড, গ্রিন ও ইয়োলো) ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক। ফাইল ছবি

করোনো আক্রান্তের মাত্রার ওপর ভিত্তি করে দেশকে তিন জোনে (রেড, গ্রিন ও ইয়োলো) ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার মন্ত্রী পরিষদ বিভাগে সরকারের তিন মন্ত্রী ও চার মেয়রের মিটিং শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘জোনিংয়ের মাধ্যমে যেখানে বেশি করোনা আক্রান্ত হবে সেই জোনকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু, কতদিনের জন্য বন্ধ করা হবে তা পরামর্শকদের নির্দেশনা অনুযায়ী ঠিক করা হবে।’

তিনি আরও বলেন, ‘করোনার নমুনা টেস্টের সংখ্যা যেমন বাড়ছে, একইভাবে সংক্রমণের সংখ্যাও বাড়ছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন- এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ঢাকার দুই সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago