বিএমপির অতিরিক্ত কমিশনারের করোনা শনাক্ত

ছবি:সংগৃহীত

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমের করোনা শনাক্ত হয়েছে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, গতকাল রবিবার রাতে বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমের পিসিআর পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

প্রলয় চিসিমের নমুনা সংগ্রহ করে শুক্রবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

প্রলয় চিসিম বলেন, করোনা শনাক্ত হলেও আমার শরীরে করোনা সংক্রমণের কোনও দৃশ্যমান শারীরিক লক্ষণ দেখা যায়নি। বাড়িতে কোয়ারেন্টিনে চিকিত্সা নিচ্ছি এবং নিয়মিত কার্যালয়ের সাথে যোগাযোগ রাখছি।

বরিশাল বিভাগে আজ সোমবার বিকেল পর্যন্ত ৬১ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। 

Comments