নোয়াখালীতে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আটক ১

নোয়াখালীর সেনবাগে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।

আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শিক্ষার্থী ইকবাল হোসেনকে (১৮) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বীজবাগ ইউপির সাবেক এ সদস্যকে আটক করেছে পুলিশ।

সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, ‘উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যের সঙ্গে একই বাড়ির মাঈন উদ্দিনের সঙ্গে একটি পুকুরের অংশীদারিত্ব নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। সালিস বৈঠকে উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। আজ দুপুর আড়াইটার দিকে ওই সদস্য জোর পূর্বক পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এতে মাঈন উদ্দিন বাধা দিলে অভিযুক্ত তার লোকজন নিয়ে চলে যান। বেলা তিনটার দিকে তিনি ও তার নাতি ২০-৩০ জনের একদল বহিরাগত সন্ত্রাসী নিয়ে মাঈন উদ্দিনের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা গুলি করে ও পিটিয়ে মাঈন উদ্দিনের পরিবারের ১০ সদস্যকে আহত করে। এদের   উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ইকবাল হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।’

মাঈন উদ্দিন অভিযোগ করে বলেন, ‘জোর পূর্বক পুকুরে মাছ ধরতে বাধা দেওয়ায় গোফরান মেম্বার ও তার নাতি ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার বসতবাড়িতে সন্ত্রাসী ও গুলি হামলা করে ১০ জনকে আহত করে। এসময় হামলাকারীরা বাড়ির নারীদেরকেও মারধর করে ‘

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে বিকেল সাড়ে চার টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তাকে চিকিৎসা সেবা দিয়ে ১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় সাবেক এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হবে ‘

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago