পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইকচালকের মৃত্যু
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী হোসেন (২৭) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।
হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মুসা কলিমুল্লাহ প্রধান বলেন, ‘আলী হোসেন প্রতিদিন রাতে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি বাড়িতেই চার্জ দিতেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে চার্জে থাকা ইজিবাইক থেকে পোড়া গন্ধ পেয়ে তাড়াহুড়ো করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন আলীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’
Comments