রাজশাহীতে করোনায় বন কর্মকর্তার মৃত্যু

Deadbody_Corona
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত এক বন কর্মকর্তা মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

রামেক উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মৃত বন কর্মকর্তা শফিউর রহমানের (৫৫) নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। তিনি কক্সবাজার বন বিভাগের স্টেশন অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি আরও জানান, শফিউর রহমানের পরিবার রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় থাকেন। তিনি গত ২৭ মে কক্সবাজার থেকে রাজশাহীতে আসেন। এরপর, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ২৮ মে খ্রিস্টান মিশন হাসপাতালে ভর্তি হন।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ মে তাকে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বলে জানান ডা. সাইফুল ফেরদৌস।

মৃতের পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

Comments