ঝিনাইদহে ৫ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের ছয়টি উপজেলায় গত পাঁচ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন প্রাণ হারিয়েছেন। ঝিনাইদহ ট্রাফিক বিভাগ মনে করে, বেপরোয়া গতিতে যানবাহন চালানো, অসতর্কতা ও অদক্ষতাই এ সব দুর্ঘটনার মূল কারণ।

পুলিশের রেকর্ড ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে ৩৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঝিনাইদহ সদর উপজেলায়। পাঁচ মাসে ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া, মহেশপুর উপজেলায় ১০ জন, শৈলকুপায় আট জন, হরিণাকুন্ডুতে দুই জন, কোটচাঁদপুরে তিন জন ও কালীগঞ্জে দুই জনের মৃত্যু হয়েছে। প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার গড়ে সাত দশমিক চার শতাংশ।

এ প্রসঙ্গে ঝিনাইদহ ট্রাফিক ইনস্পেকটর সালাহউদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ সব সময় দুর্ঘটনা নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে। চালকদের সচেতন করতে আমরা মোটিভেশন সভা করছি।’

তিনি বলেন, ‘আইন প্রয়োগ করায় সচেতনতা বেড়েছে। কিন্তু মহাসড়কগুলো সুরক্ষিত করা যায়নি। থ্রি হুইলার চলাচল বন্ধ করা যায়নি। আমি মনে করি, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে দুর্ঘটনার হার কমে আসবে।’

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago