লিবিয়ায় মানবপাচার চক্রের আরও ৩ ‘হোতা’ র‌্যাবের হাতে আটক

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন হোতাকে আটকের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এরা হলেন- হেলাল আহমেদ হেলু, খবির এবং শহীদ।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ দ্য ডেইলি স্টারকে জানান, গতরাতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘নিহত ২৬ জন বাংলাদেশির কয়েকজনকে লিবিয়ায় পাঠিয়েছিলেন আটককৃত এই তিন জন।’

র‌্যাবের দাবি, আটকৃতদের কাছ থেকে পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় এ বিষয়ে র‍্যাব-১৪, সিপিসি ৩, ভৈরব ক্যাম্প কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত শুক্রবার রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে আটক করে র‌্যাব।

Comments

The Daily Star  | English

How Bangladesh can absorb tariff shock

New US tariffs challenge RMG sector, but global competitive edge holds

3h ago