ফ্লয়েড ‘হত্যায়’ চেলসির অভিনব প্রতিবাদ

ছবি: টুইটার

যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েডের নিহতের ঘটনায় অভিনব প্রতিবাদ জানিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। অনুশীলনে হাঁটু মুড়ে বসে ‘এইচ’ অক্ষর বানিয়ে মানবতার জয়গান গেয়েছে তারা।

কৃষ্ণাঙ্গ সাবেক এই বাস্কেটবল খেলোয়াড়কে বর্ণ বিদ্বেষের মানসিকতা থেকেই ‘হত্যা’ করা হয়েছে দাবি করে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের লাখ লাখ মানুষ। উত্তাল হয়ে উঠেছে ক্রীড়া দুনিয়াও। প্রতিবাদে সরব হয়েছেন সর্বস্তরের খেলোয়াড়রা।

সেই ধারাবাহিকতায় লিভারপুলের পর প্রতিবাদে সামিল হয়েছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি। মঙ্গলবার ব্লুজদের সব খেলোয়াড় অনুশীলনকালে হাঁটু মুড়ে ইংরেজি ‘এইচ’ অক্ষরের আকৃতি বানিয়ে মাঠে বসে পড়েন। এইচ’ বলতে বোঝানো হয়েছে ‘হিউম্যান’ অর্থাৎ জাতি-ধর্ম-বর্ণের বিভেদ নয়, মূল কথা হচ্ছে মানবিকতা।

চেলসির ফুটবলাররা মাঠের এই প্রতিবাদকে নিয়ে এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। দলটির স্প্যানিশ গোলকিপার কেপা আরিজাবালাগা টুইট করেছেন, ‘আমরা সবাই এক হয়ে শক্তিশালী হচ্ছি, আমরা সবাই এক।’

প্রতিবাদে মুখর হয়েছেন ইংলিশ লিগের বিভিন্ন ক্লাবের আরও অনেক নামকরা ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা আর মার্কাস র‍্যাশফোর্ডও করেছেন টুইট। ইংলিশ ফুটবলার র‍্যাশফোর্ড লিখেছেন, ‘কী হচ্ছে এসব? সবাই মিলে যখন এক হওয়ার কথা, তখন যেন মনে হচ্ছে, আমরা সবচেয়ে বেশি বিভক্ত। কৃষ্ণাঙ্গ সংস্কৃতির মূল্য আছে, কৃষ্ণাঙ্গদের জীবনের মূল্যও সমান।’

ফ্রান্সের বিশ্বকাপজয়ী কৃষ্ণাঙ্গ ফুটবলার পগবা ফুঁসছেন ক্ষোভে, ‘এই কদিনে ঘটনাটা নিয়ে ভেবেছি। আমার রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে। জর্জের জন্য দুঃখ হচ্ছে। সব কৃষ্ণাঙ্গ মানুষের জন্য দুঃখ হচ্ছে, যারা প্রতিনিয়ত বর্ণ বৈষম্যের শিকার হন।’

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

6h ago