ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও দুই জন।
আজ বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবায় ও সকালে সিডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আক্কাস আলী (৫৫) ও তার স্ত্রী কুলে বেগম (৪৫) এবং মোটর সাইকেল আরোহী কামরুল ইসলাম (৩২)।
ভরাডোবা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. হাদিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, শেরপুরের নালিতাবাড়ি থেকে একটি পিকআপ ভ্যানে ঢাকা যাচ্ছিলেন আক্কাস আলী ও তার স্ত্রী কুলে বেগম। ভোরের দিকে ভরাডোবা এলাকায় পৌঁছার পর অপর একটি গাড়ি পিকআপ ভ্যানকে পাশ থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানে থাকা শ্রমিক দম্পতি আক্কাস ও কুলে ছিটকে পড়েন।
তিনি জানান, কুলে বেগম গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস গুরুতর আহত আক্কাসকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টি আক্তারকে (১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ কর্মকর্তা হাদিউল ইসলাম আরও জানান, সিডস্টোর বাজার এলাকায় অপর এক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম নিহত হন। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার একটি ঔষধ কারখানার প্রকৌশলী ছিলেন।
Comments