লিবিয়া হত্যা: কিশোরগঞ্জ থেকে পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় অভিযুক্ত মানব পাচারকারী চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন, হেলাল মিয়া ওরফে হেলু (৪৫),খবির উদ্দিন (৪২) ও শহিদ মিয়া (৬১)।
গতরাতে কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, র্যাব প্রাথমিক পর্যায়ে ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার লক্ষ্যে তদন্ত শুরু করে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন দালালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত মোহাম্মদ আলী ও মাহবুব এবং আহত জানু মিয়া--হেলাল মিয়া ও খবির উদ্দিনকে তিন লাখ টাকা করে দিয়ে লিবিয়া যান। নিহত সাকিব, আকাশ, শাকিল ও আহত সোহাগ দালাল তানজিল (বর্তমানে লিবিয়ায় অবস্থিত), নাজমুল (তানজিলের ভাতিজা), জুবুর আলী এবং মিন্টু মিয়ার মাধ্যমে প্রতিজন ৪ লাখ টাকা দিয়ে অবৈধভাবে লিবিয়া যান। নিহত রাজন চন্দ্র দাস দালাল জাফর ও চার জনের মাধ্যমে ৪ লাখ টাকা দিয়ে অবৈধভাবে লিবিয়া যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় মানব পাচারের অভিযোগে একটি মামলা রয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Comments