ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
ফুটবল খেলাকে কেন্দ্র করে কংশ নদের দুই পারে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ও নেত্রকোণার পূর্বধলা উপজেলার সীমান্তবর্তী দুটি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ বুধবার সকালে ধোবাউড়ার পোড়াকান্দুলিয়া ও পূর্বধলার কাপাসিয়া গ্রামের মানুষের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, মঙ্গলবার বিকালে কাপাসিয়ায় অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল রাতে কাপাসিয়া বাজারে কংশ নদের দুই পারের মানুষের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই সূত্র ধরে বুধবার সকালে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মাঝে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
পরে কাপাসিয়া এলাকার লোকজন কংশ নদের উপর ব্রিজে বেড়া দিয়ে দুই পারের চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে ধোবাউড়া ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বেড়া খুলে দেয়।
এ ঘটনায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
Comments