করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৩ লাখ ৮৬ হাজার, যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭ হাজারের বেশি

ব্রাজিলের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীকে সেবা দিচ্ছেন এক নার্স। ৩ জুন ২০২০ ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৬৫ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন ২৮ লাখের বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ১১ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৭৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৮ লাখ ৭ হাজার ৪২০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫১ হাজার ৫২০ জন এবং মারা গেছেন ১ লাখ ৭ হাজার ১৭৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৫৮ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৪ হাজার ১৬ জন, মারা গেছেন ৩২ হাজার ৫৪৮ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৬১৭ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৯ হাজার ৮১১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ২৭০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২১২ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ৫ হাজার ২০৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫৫৯ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৩২৬ জন, মারা গেছেন ২৭ হাজার ১২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন, মারা গেছেন ৩৩ হাজার ৬০১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৯৩৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন, মারা গেছেন ২৯ হাজার ২৪ জন এবং সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৫৭৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১২১ জন, মারা গেছেন ৮ হাজার ৬০২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৫৩ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৯৬ জন, মারা গেছেন ৮ হাজার ১২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ২০৬ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৪২২ জন, মারা গেছেন ৪ হাজার ৬০৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৮৫২ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৯১৯ জন, মারা গেছেন ৬ হাজার ৮৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ১০৭ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৬০ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৪০৪ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫৫ হাজার ১৪০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৭৪৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

Comments

The Daily Star  | English
BDR protest Kakrail today

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

1h ago