কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও দন্ত চিকিৎসক সাজেদুল হক রুবেল করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার তার করোনা পরীক্ষায় পজিটিভ আসে।
তিনি মিরপুরে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
সাজেদুল হক রুবেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেলাম। আমার আত্মবিশ্বাস আছে। কোনো কিছুতেই আমি বিচলিত নই।’
সাজেদুল হক রুবেল কমিউনিস্ট পার্টির মনোনয়ন নিয়ে এ বছরের শুরুতে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তিনি গত মঙ্গলবার থেকে পেটের পীড়ায় ভুগছিলেন।
Comments