ফরিদপুরে লকডাউন ভঙ্গ করায় করোনা আক্রান্ত ব্যক্তিকে জরিমানা
ফরিদপুরের বোয়ালমারীতে করোনা আক্রান্ত ব্যক্তি লকডাউন অমান্য করে বাড়ির বাইরে যাওয়ায় তাকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ আদালত পরিচালনা করেন বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও জানান, সংক্রমক ব্যধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, অমান্য করায় করোনা আক্রান্ত ওই ব্যাক্তিকে জরিমানা করা হয়।
আদালত সুত্রে জানা যায়, বোয়ালমারী পৌর এলাকার দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা ৪৩ বছরের ওই ব্যাক্তির করোনা শনাক্ত হয় ২৪ মে। ওই দিন থেকেই তার বাড়ি লকডাউন করে তাকে বাড়িতে সবার থেকে আলাদা থাকতে বলা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে তার দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করতে গেলে, তাকে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
Comments