জয়পুরহাটে বকেয়া বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ করেছে চিনিকল শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল থেকে শ্রমিকেরা জানান, এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিনিকল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা।
বক্তারা বলেন, শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন, মৌসুম সময়ের বকেয়া বিল, মজুরি কমিশনের বকেয়া এরিয়া বিল বকেয়া থাকলেও সুগারমিলের
কর্মকর্তারা বেতন ঠিকই পাচ্ছেন। শ্রমিকদের উৎপাদিত চিনি ও চিটাগুড় ১৬ কোটি টাকার মজুদ থাকার পরও শ্রমিকরা বেতন পাচ্ছেন না।
খেয়ে না খেয়ে জীবনযাপন করছে শ্রমিকেরা। এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়া না, বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
Comments